আবারও উত্তপ্ত হয়ে উঠল পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্ত, চলল গুলি

অনলাইন ডেস্ক, ৮ সেপ্টেম্বর।। ভারত-চিন সীমান্ত সংঘাতের আবহেউ আবারও উত্তপ্ত হয়ে উঠল পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্ত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে খবর। প্রসঙ্গত, দুদিন পরেই মস্কোয় বৈঠকে বসবেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ও চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

তার আগে হাতাহাতিতে জড়াল ভারতীয় ও চিনা সেনা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় প্যাংগং লেকের দক্ষিণ প্রান্তে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা। সতর্ক করতে ভারতীয় সেনার তরফে গুলি চালানো হয়। পাল্টা গুলি চালায় লাল ফৌজও। যদিও চিনের দাবি, টহলদারির সময় দুই বাহিনী মুখোমুখি হয়। তখনই গুলি চালায় ভারতীয় সেনা। পাল্টা ব্যবস্থা নেয় লাল ফৌজ। যদিও সরকারিভাবে গুলি চলার কথা জানানো হয়নি। অরুণাচল প্রদেশে ১৯৭৫ সালে শেষবার ভারত-চিন সীমান্তে গুলি চলেছিল।

৪৫ বছর পর এবার লাদাখ সীমান্তে গুলি চলল।ভারতের তরফে সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। চিনের সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস জানায়, ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো লেকের দক্ষিণ দিকে অনুপ্রবেশের চেষ্টা করে। চিনের প্যাট্রলিং দল যখন কথা বলার জন্য এগোচ্ছিল, সেই সময় ভারত গুলি চালায়।

জবাব দিতে গুলি ছোড়ে চিনও। গুলি চালানোর কথা স্বীকার না করলেও বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, সীমান্তের অবস্থা এখন উত্তপ্ত। সূত্রের খবর, ১০ সেপ্টেম্বর চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে হতে পারে পারে বৈঠক। প্রসঙ্গত, মে মাস থেকেই লাদাখে চলছে দুই পক্ষের মধ্যে অচলাবস্থা। এর মধ্যেই গালওয়ানে ১৫ জুনের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০জন ভারতীয় ও অজানা সংখ্যক চিনা সেনা নিহত হন।

এর মধ্যেই ২৯-৩০ অগস্ট থেকেই প্যাংগংয়ের দক্ষিণ অংশে গণ্ডগোল শুরু হয়েছে। চিনের উস্কানিমূলক কার্যকলাপ রোখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভারত। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে যে তারা এলএসি অতিক্রম করেনি। ভারতের দিকেই যথাপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?