অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী।।শুরুর ধাক্কা সামলে ড্যারিল মিচেল ও কলিন ডি গ্রান্ডহোমের প্রতিরোধে দিন পার করেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চে দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চালকের আসনে বসেছে দক্ষিণ আফ্রিকা।
৩৬৪ রানে থামে প্রোটিয়াদের প্রথম ইনিংস। ৩ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে সফরকারীরা।
মার্কো জানসেন (৩৭*) ও কেশব মহারাজের (৩৬) ৬২ রানের জুটি দ. আফ্রিকাকে তিনশ’র ঘরে পৌঁছে দেয়।
দ্বিতীয় দিন প্রথম ইনিংসের শুরুতেই কাগিসো রাবাদা ও জানসেনের তোপের মুখে বিপদে পড়ে নিউজিল্যান্ড। দল তিন অঙ্কের ঘরে পা রাখার আগে ৫ উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর আর উইকেট পড়তে দেননি মিচেল ও গ্রান্ডহোম। দুজনে গড়েছেন ৬৬* রানের জুটি। তার মধ্যে ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ফিফটি তুলে নিয়েছেন গ্রান্ডহোম। ৬১ বলে অপরাজিত ৫৪ রান করার পথে ৭ চার ও ২ ছয় মেরেছেন তিনি। অন্যদিকে বেশ সুস্থির মিচেল। ২৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন তিনি।
এর আগে ডেভন কনওয়ে (১৬) ও হেনরি নিকোলস (৩৯) ৪২ রানের জুটি গড়ে শুরুর বিপর্যয় সামাল দিতে চেষ্টা করেন। ৫ উইকেটে ১৫৭ রান নিয়ে হ্যাগলি ওভালে তৃতীয় দিন শুরু করবে কিউইরা। এখনো তারা পিছিয়ে আছে ২০৭ রানে। দ. আফ্রিকার হয়ে ৩ উইকেট নিয়েছেন রাবাদা। জানসেনের শিকার ২।
সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। একই ভেন্যুতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারে প্রোটিয়ারা।