অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। গত কয়েক দিন ধরেই শেয়ার বাজার ছিল নিম্নমুখী। বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ ঘোষণা করতে বড়সড় ধাক্কা খেল দেশের শেয়ারবাজার। এদিন সকালে বাজার খুলতেই ২০০০ পয়েন্টের বেশি পড়ে যায় বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক বিএসই সেনসেক্স। একই সঙ্গে প্রায় ৬০০ পয়েন্ট পড়ে যায় জাতীয় শেয়ার বাজার নিফটিও। বাজারের এই বড় মাপের ধসের কারণে চরম বিপর্যয়ের মুখে পড়েন বিনিয়োগকারীরা।
এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গেই সেনসেক্স ১৮১৩ পয়েন্ট পড়ে ৫৫৪১৮ পয়েন্টে নিয়ে দিন শুরু করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও ৫১৪ পয়েন্ট পড়ে ১৬৫৪৮ পয়েন্ট নিয়ে দিন শুরু করে। সকাল দশটা নাগাদ সেনসেক্স ২,০২০.৯০ পয়েন্ট অর্থাৎ ৩.৫৩ শতাংশ পড়ে ৫৫২১১.১৬ পয়েন্টে নেমে আসে। অন্যদিকে নিফটি ৫৯৪.৪০ পয়েন্ট অর্থাৎ ৩.৪৮ শতাংশ পড়ে ১৬৪৬৮ পয়েন্টে নেমে আসে।শেষ পর্যন্ত বাজার বন্ধের সময় সেনসেক্স ২৭০২ পয়েন্ট পড়ে ৫৪৫২৯.৯১পয়েন্টে থিতু হয়। শতাংশের বিচারে হিসেব করলে এদিন সেনসেক্সের পতন হয়েছে ৪.৭২ শতাংশ। পাশাপাশি বাজার বন্ধের সময় নিফটি এদিন ৮১৫.৩০ পয়েন্ট পড়ে ১৬২৪৭.৯৫ পয়েন্টে এসে থামে। শতাংশের বিচারে এদিন নিফটির পতন হয়েছে ৪.৭৮ শতাংশ। জাতীয় শেয়ার বাজারের অর্ন্তভুক্ত ৫০ টি শেয়ারের দামই ছিল নিম্নমুখী।
বাজার বিশেষজ্ঞদের আশঙ্কা, যুদ্ধ চলতে থাকলে আগামী দিনেও শেয়ারবাজারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সে কারণে এই মুহূর্তে বড় মাপের বিনিয়োগ করার ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
[slickly _ligo _carousel id=”47536″]