Cricket: হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি

অনলাইন ডেস্ক, ২৪ ফেব্রুয়ারী।। বড় ধরনের হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি রড মার্শ। ৭৪ বছর বয়সী সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটারকে কুইন্সল্যান্ডের বুন্দাবার্গের এক হাসপাতালে নেওয়া হয়।
বুলস মাস্টার্স চ্যারিটি গ্রুপের এক ইভেন্টে যোগ দিতে শহরটিতে ছিলেন মার্শ। অসুস্থ হয়ে পড়লে ওই ইভেন্টের আয়োজক জন গ্ল্যানভিল ও ডেভিড হিলার তাকে হাসপাতালে নিয়ে যান।
বুলস মাস্টার্সের প্রধান জিমি মাহের নিউজ কর্পকে জানান, ‘জন ও ডেভকে কৃতিত্ব দিতে হবে। কারণ চিকিৎসকরা জানিয়েছেন, তারা যদি অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করত তবে তাকে (মার্শ) বাঁচানো যেত না। ’
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি জানান, ‘রডের সম্পর্কে খবরটি শুনে আমরা খুবই উদ্বিগ্ন। তার সুস্থতা প্রার্থনা করছি। ’
মার্শ ৯২টি আন্তর্জাতিক ওয়ানডেতে ১২২৫ রান করেছেন। তিন সেঞ্চুরিতে টেস্টে তার রান ৩৬৩৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.১৭ গড়ে ১২ সেঞ্চুরিতে ১১ হাজারেরও বেশি রান করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার নির্বাচক দলের চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন মার্শ। ২০১৬ সালে এই পদ থেকে অব্যাহতি নেন তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?