Blast: হিমাচল প্রদেশে কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে

অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। চাঞ্চল্যকর ঘটনা ঘটল হিমাচল প্রদেশে। উনার বাথু শিল্পাঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৭ জন শ্রমিকএর মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় ১২ জন দগ্ধ হয়েছেন বলে খবর। তাঁদের উনার একটি হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দমকল বিভাগের কর্মী ও আধিকারিকরা।শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা রয়েছেন।

উনার ডেপুটি কমিশনার রাঘব শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উনা জেলার বাথু শিল্পাঞ্চলে এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত ও আহতদের অধিকাংশই অভিবাসী শ্রমিক।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই কারখানাটি একটি অবৈধ আতসবাজি তোইরির কারখানা ছিল। যদিও কী কারণে এহেন দুর্ঘটনা সে বিষয়ে কিছু জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এহেন ঘটনায় মৃতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?