অনলাইন ডেস্ক, ২২ ফেব্রুয়ারী।। মর্মান্তিক এক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল উত্তরাখণ্ড। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি গাড়ি।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের বলে জানিয়েছে পুলিশ। এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনার কারণে যারা প্রাণ হারিয়েছেন তাদের নিকটাত্মীয়দের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে প্রত্যেককে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
কুমায়ুনের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (ডিআইজি) নীলেশ আনন্দ ভরনেকে জানিয়েছেন, ‘সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে চম্পাওয়াত জেলায়। তাঁরা গাড়িতে করে যাচ্ছিলেন তা সুখিধাং রীথা সাহিব রোডের কাছে একটি খাদে পড়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনাস্থলে এ পর্যন্ত আমরা ১১টি লাশ উদ্ধার করেছি। আমাদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গাড়িতে ১৪ থেকে ১৫ জন যাত্রী ছিলেন। উদ্ধারকারী দল অন্য ব্যক্তিদের খুঁজে বের করছে।’
[slickly _ligo _carousel id=”47536″]