Exhibition: পশ্চিম জেলাভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ ফেব্রুয়ারী।। পশ্চিম জেলা সমগ্র শিক্ষার জেলা প্রকল্প অফিসের উদ্যোগে আজ থেকে বিজয়কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে।

দুইদিনব্যাপী এই জেলাভিত্তিক বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনী, সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজয়কুমার বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা। অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীর মাধ্যমে বিদ্যালয়ের ছেলেমেয়েদের মধ্যে মেধা ও প্রতিভার উন্মেষ হয়।

ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, রীতিনীতি ও মুনিঋষিদের আদর্শ ও ভাবধারাকে রাজ্য ও কেন্দ্রীয় সরকার পাঠ্যবইয়ে লিপিবদ্ধ করেছেন। রাজ্যের ছেলেমেয়েদের পড়াশুনায় অগ্রাধিকারের জন্য সরকার নতুন শিক্ষানীতি চালু করেছেন।

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ প্রয়াসে সাধারণ ঘরের ছেলেমেয়েরা যাতে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে এবং তাদের মেধার বিকাশ ঘটে তার ব্যবস্থা করা হয়েছে। খেলাধুলা, যোগা, গানবাজনা ও পড়াশুনায় ছেলেমেয়েরা যাতে গুণগত শিক্ষা নিতে পারে তারজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের আরও অগ্রণী ভূমিকা নিতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দান করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে যাতে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ও বিজ্ঞানী তথা রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের মতো প্রতিভা ও বৈজ্ঞানিক মানসিকতার আদর্শে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেয়েদের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের দিকে নজর দিয়েছেন। মেয়েরা যেন তাদের মেধা ও প্রতিভা থেকে বঞ্চিত না হয়। রাজ্য সরকার শিক্ষাদানের ক্ষেত্রের বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

বিভিন্ন বিদ্যালয়ে মেয়েদের বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিবেশকে কিভাবে সংরক্ষিত করা যায় এবং বিজ্ঞান ও গণিত বিষয়ে ছেলেমেয়েদের আরও জ্ঞান বৃদ্ধি করা যায় তারজন্য প্রতিটি গ্রাম ও শহরের বিদ্যালয়গুলিতে নজর দেওয়া হয়েছে।

ভবিষ্যতে নতুন প্রজন্মকে যাতে আরও অগ্রগতির দিকে নেওয়া যায় তারজন্য সকলকে মিলিতভাবে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে তিনি আহ্বান জানান।

অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা নান্টু রঞ্জন দাস বক্তব্য রাখেন। এই বিজ্ঞান, গণিত ও পরিবেশ বিষয়ক প্রদর্শনীতে পশ্চিম জেলার ব্লকস্তুর থেকে নির্বাচিত ৭১টি বিদ্যালয়ের মডেল নিয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে।

এই অনুষ্ঠানে সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার বিষয় হলো শ্রেণীকক্ষের শিক্ষাদানের যথার্থ বিকল্প হতে পারে অনলাইন শিক্ষাদান ব্যবস্থা।

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?