স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।।বটতলা মহা শ্মশান ঘাট থেকে কালো ধোঁয়া এবং ছাই পার্শ্ববর্তী বাড়ি ঘর গুলিতে ছড়িয়ে পড়ছে। তাতে ওইসব এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে।
বটতলা মহা শ্মশান ঘাটের কালো ধোঁয়া এবং ছাই পার্শ্ববর্তী বাড়িঘরে ছড়িয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।কেননা বড়তলা মহা শ্মশান ঘাটে প্রায় প্রতিদিন এই করুণা আক্রান্ত মৃত ব্যক্তিদের মৃতদেহের সৎকার করা হচ্ছে।এইসব ছাই এবং কালো ধোঁয়া বাড়িঘরে ছড়িয়ে পড়লে তারা অসুস্থ হয়ে পড়তে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে।
এ বিষয়ে তারা পরিবেশ দপ্তর এবং রাজ্য সরকারের দায়িত্বপ্রাপ্ত দপ্তর এর দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অবিলম্বে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বাধ্য হয়ে আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।