স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। রাজধানী আগরতলা শহর এলাকার গোয়ালা বস্তির মানুষজন চরম বঞ্চনার শিকার। এই এলাকায় বেশ কিছু পরিবার দুগ্ধ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে চলেছেন। গাভী পালন ও দুধ উৎপাদন দীর্ঘদিন ধরেই তারা চালিয়ে যাচ্ছেন। গোয়ালা বস্তিতে উৎপাদিত দুধ দিয়ে আগরতলা শহর এলাকার বহু মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে।শুধু তাই নয় বড় বড় মিষ্টির দোকানের দুধের চাহিদা পূরণ করে থাকে গোয়ালা বস্তির দুধ উৎপাদকরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুধ বিক্রি করে পরিবার প্রতিপালন করা তাদের পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। কেন না গো খাদ্যের দাম ক্রমাগত বৃদ্ধি পে
য়ে চলেছে।গোয়ালা বস্তিতে বসবাসকারী গরিব অংশের দুগ্ধ উৎপাদনকারী রাজ্য সরকারের কাছে দীর্ঘদিন ধরেই তাদেরকে সাহায্য সহায়তার হাত বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছে।কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব গরিব পরিবারগুলিকে এখনো পর্যন্ত বিপিএল কার্ড এর আওতাভুক্ত করা হয়নি বলে অভিযোগ। চিকিৎসা শিক্ষা সহ সর্বক্ষেত্রেই এ এলাকায় বসবাসকারী জনগণ ও তাদের সন্তানরা সমস্যার সম্মুখীন। অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। গোয়ালা বস্তিতে বসবাসকারী দুধ উৎপাদনকারীরা এসব বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় সাহায্য সহায়তার আবেদন জানি
য়েছেন। এ ব্যাপারে রাজ্য সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়া গেলে তারা অন্ন বস্ত্র বাসস্থান সহ অন্যান্য মৌলিক অধিকার গুলি আদায়ের জন্য বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।