Khowai: খোয়াইয়ে তিন দিনব্যাপী গান মেলার উদ্বোধন করলেন নীতি দেব

 

স্টাফ রিপোর্টার, খোয়াই, ১৯ ফেব্রুয়ারী।। খোয়াই দ্বাদশ শ্রেণী বালক বিদ্যালয় মাঠে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী গান মেলা অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে গান মেলার উদ্বোধন করেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদক নীতি দেব।

অনুষ্ঠানের উদ্বোধন করে পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদক নীতি দেব বলেন, খোয়াই সংস্কৃতির শহর। শিল্পীদের কৃষ্টি, সংস্কৃতি যেমন লেবাং বুমানি, হজাগিরি, সাঁওতাল নৃত্য, রবীন্দ্র সংগীত, পাঞ্জাবী নৃত্য প্রভৃতি বিবিধের মধ্যে ঐক্যের সেতু রচনা করে। তাই শিল্পীরা সমাজের কাছে বরেণ্য ও আদরণীয়।

তিনি গ্রামীণ কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্ব সংস্কৃতিকে আরও বিকশিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত ভবিষ্যত প্রজন্মকে গান মেলার ঐতিহ্যকে ধরে রাখতে আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, রাজ্য সরকার রাজ্যের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে গুরুত্ব আরোপ করেছে। স্বাগত ভাষণ দেন জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস প্রমুখ।

গান মেলায় উপস্থিত অতিথিগণ প্রয়াত সুরসম্রাঞ্জী ভারতরন্ত লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপ্পী লাহিড়ীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন কালচারেল সেলের শিল্পীগণ। অনুষ্ঠানে অতিথিগণ ৫৫ জন শিল্পীর হাতে স্মারক তুলে দেন। প্রথম দিনের অনুষ্ঠানে স্থানীয় শিল্পী, রাজ্য ও বহিরাজ্যের শিল্পীগণ গান মেলায় অংশগ্রহণ করেন।

 

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?