Ukraine: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কমে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না

 

অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা কমে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ইউরোপের অনেক দেশেরই আশঙ্কা যেকোনো সময় পরিস্থিতি যুদ্ধের মোড় নিতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন রাশিয়া ইউক্রেনের ওপর ‘ফলস ফ্লাগ’ অপারেশন চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দেয়া এক বিবৃতিতে বলেছেন, পুতিন ইউক্রেনে হামলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, যেকোনো সময় হামলা শুরু হতে পারে। এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বলছে যে, রাশিয়া নিশ্চিতভাবেই ইউক্রেনে হামলা চালাবে।

ওদিকে, এই হুঁশিয়ারির পরে বিদ্রোহীদের হামলায় তাদের একজন সেনা নিহতের কথা জানাল ইউক্রেন। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার মদতপুষ্ট বিদ্রোহীদের নিক্ষিপ্ত গোলায় তাদের একজন সেনা নিহত হয়েছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় বিদ্রোহীরা ইউক্রেনের ২০টি স্থাপনায় ৬৬ বার গোলা নিক্ষেপ করেছে, যা মিনস্ক চুক্তির লঙ্ঘন। গত কয়েক বছরের মধ্যে ৪৮ ঘণ্টায় ইউক্রেনের বাহিনী ও মস্কো মদতপুষ্ট বিদ্রোহীদের মধ্যে সর্বোচ্চ গোলা বিনিময় হয়েছে।

অন্যদিকে, সরকারি বাহিনীর হামলার আশঙ্কায় বিদ্রোহীরা তাদের অঞ্চলের রুশ ভাষাভাষী নাগরিকদের ইউক্রেন ত্যাগ করে পূর্ব রাশিয়ায় চলে যেতে বলেছে। বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ৭ লাখ মানুষকে সরিয়ে নেয়ার পরিকল্পনা আছে তাদের।

যদিও ইউক্রেন দাবি করেছে, এরা রাশিয়ার নাগরিক। আর বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলে হামলার কোনো পরিকল্পনা নেই তাদের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেন থেকে আসা রুশভাষীদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

এমনকি ইউক্রেন থেকে আশ্রয় নিতে আসা প্রত্যেক ব্যক্তিকে ১০ হাজার রুবল দিতে বলা হয়েছে। এমন মুহূর্তে ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করতে দেশ ছেড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। দেশটির কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।

 

 

[slickly _ligo _carousel id=”47536″]

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?