অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। সুস্থ হচ্ছে দেশ, ক্রমশ ভারতে কমছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। সেইসঙ্গে শনিবার দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন, যা কিনা গতকালের তুলনায় ১৭ শতাংশ কম।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, দেশে একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬০ হাজার ২৯৮ জন। বিগত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩২৫ জনের। দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২ লক্ষ ৫৩ হাজার ৭৩৯ জন।
স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, এখনো অবধি দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬ জন।এখনো অবধি মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১১ হাজার ২৩০ জন।
করোনার টিকা পেয়েছেন ১৭৫.০৩ কোটি মানুষ। জানা গিয়েছে, শুক্রবার দিল্লিতে ৬০৭ টি নতুন কোভিড -১৯ কেস এবং চারটি মৃত্যুর খবর পাওয়া গেছে ।
পজিটিভিটির হার ১.২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া মুম্বাইয়ে ২০২ টি নতুন মামলা এবং একটি মৃত্যু রেকর্ড করা হয়েছে। বেঙ্গালুরু শহুরে জেলায় ৭০৫ টি সংক্রমণ এবং ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চেন্নাইতে একটি সামান্য হ্রাস রেকর্ড করা হয়েছে, শুক্রবার ২৬২ টি নতুন কোভিড -১৯ মামলা দেখা গেছে শহরে। টানা তিন সপ্তাহের বেশি সময় দেশের করোনার গ্রাফ নিম্নমুখী। সে কারণে গত কয়েক মাসে করোনা রুখতে অতিরিক্ত যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে নেওয়ার জন্য বুধবারই সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চেলের সরকারকে চিঠি লিখে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
[slickly _ligo _carousel id=”47536″]