পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীর বাড়িতে দুস্কৃতিকারীরা হামলা- ভাঙচুর চালিয়েছে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তীর বাড়িতে রবিবার রাতে দুস্কৃতিকারীরা হামলা এবং ভাঙচুর চালিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী ওই সময় বাড়িতেই ছিলেন।একটি গাড়িতে করে কতিপয় দুষ্কৃতিকারী সেখানে গিয়ে গাড়ি থেকে নেমে মদের বোতল ঠান্ডা পানির বোতল সহ ইট-পাটকেল দিয়ে তার বাড়ি করে ঢিল ছোড়ে।

তাতে দরজা জানালা ভেঙ্গে চুরমার হয়ে যায়। পরিবারের লোকজনদের ওপর হামলার চেষ্টা করে বলে অভিযোগ।কোনক্রমে ডেপুটি মেয়র সহ তার পরিবারের লোকজন রা আত্মরক্ষা করেছেন।ঘটনাকে কেন্দ্র করে যোগেন্দ্র নগর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।উল্লেখ্য আগরতলা পৌরনিগম বর্তমানে সিপিআইএমের দখলে রয়েছে। ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সিপিএমের নির্বাচিত সদস্য।

উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তার বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সোমবার এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।আগরতলা পুরো নিগমের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানানো হয়েছে।সিপিআইএম দলের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভিযোগ নির্বাচিত সংস্থাগুলিকে বেআইনিভাবে ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে এ ধরনের হামলার ঘটনা সংঘটিত করা হচ্ছে।

এভাবে হামলা সংগঠিত করে বিরোধীদের কোনোভাবেই স্তব্ধ করা যাবে না বলেও দলের পক্ষ থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে রাজনৈতিক সন্ত্রাস শুরু হয়েছে তাতে গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে বলেও অনেকে অভিমত ব্যক্ত করেছেন। বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের ওপর পরপর ধরনের হামলার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।এধরনের হিংসাত্মক কার্যকলাপ কে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?