অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিফটি করেছেন বিরাট কোহলি ও ঋষভ পন্ত। ম্যাচটি ৮ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। তবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই দুই ব্যাটারকে পাচ্ছে না টিম ইন্ডিয়া।
‘সাময়িক বিরতি’ নিয়েছেন কোহলি-পন্ত। কলকাতার জৈব-সুরক্ষা বলয় থেকে বিরতি দেওয়া হয়েছে এই দু’জনকে। জানা গেছে, কোনো কারণে বাড়ি ফিরছেন কোহলি।
অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না উইকেটরক্ষক পন্ত। কোহলিকেও পাওয়া যাবে না এই সিরিজে। এই দুই তারকাকে জৈব-সুরক্ষা বলয় থেকে ১০ দিনের ছুটি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ভারত-উইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেনে। এরপর লক্ষ্ণৌতে ২৪ ফেব্রুয়ারি থেকে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সম্ভবনা রয়েছে, ৪ মার্চ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজে ফের দলে ফিরবেন কোহলি ও পন্থ।
জানা গেছে, ক্যারিয়ারের ১০০তম টেস্টের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে চান কোহলি। যার জন্য সাময়িক বিরতি নিলেন ভারতের সাবেক অধিনায়ক।