অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে বেশ এগিয়ে গেছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমে ২৫ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে সিটিজেনরা।
যেখানে দুইয়ে থাকা লিভারপুলের সঙ্গে তাদের ব্যবধান ৯ পয়েন্ট। অন্যদিকে কোচ পাল্টেও সফলতা পাচ্ছে না টটেনহাম। ২২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আটে স্পার্সরা। শীর্ষ পাঁচে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ বটে, ইউরোপা লিগেও ঠাঁই হবে না তাদের।
লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ হেরেছে টটেনহাম। এই হারের ক্ষত নিয়ে শনিবার সিটির বিপক্ষে তাদেরই মাঠে মুখোমুখি হতে যাচ্ছে স্পার্সরা। লিগের শীর্ষ দলের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে ইতিহাদের প্রধান কোচকে প্রশংসায় ভাসালেন আন্তনিও কন্তে।
টটেনহামের ইতালিয়ান কোচ জানালেন, পেপ গার্দিওলা বিশ্বের সেরা কোচ। কন্তে বলেন, ‘আমার মনে হয়, আমরা বিশ্বের সেরা কোচকে নিয়ে কথা বলছি। কারণ সে (গার্দিওলা) ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন কিছু দেখিয়েছে। ’
কেবল প্রিমিয়ার লিগে নয়, চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত ফর্মে আছে সিটি। শেষ ষোলোর প্রথম লেগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গার্দিওলার দল।