অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। দেশে ফের কমল কোভিডের গ্রাফ। গতকালের তুলনায় শুক্রবার সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন ৩০ হাজার ৭৫৭ জন।
সেখানে শুক্রবার করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯২০ জন। গতকালের তুলনায় ৪ হাজার ৮৩৭ জন কম। মৃত্যু হয়েছে ৪৯২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৬ হাজার ২৫৪ জন।
এখন দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ৯২ জন। পজেটিভিটি রেট ২.০৭ শতাংশ। দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ১৯ লক্ষ ৭৭ হাজার ২৩৮ জন।
১৭৪ কোটি ৬৪ লক্ষ ৯৯ হাজার ৪৬১ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। টানা তিন সপ্তাহের বেশি সময় দেশের করোনার গ্রাফ নিম্নমুখী।
সে কারণে গত কয়েক মাসে করোনা রুখতে অতিরিক্ত যেসব বিধিনিষেধ জারি করা হয়েছিল, সেগুলি এবার তুলে নেওয়ার জন্য বুধবারই সব রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চেলের সরকারকে চিঠি লিখে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।
গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ফের বেড়েছিল। স্বাভাবিকভাবেই বাড়ছিল উদ্বেগ। কিন্তু ফের সংক্রমণের সংখ্যা কমায় আশার আলো দেখছে জনসাধারণ।