অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। এবার হিজাব বিতর্কের আঁচ ছড়িয়ে পড়ল উত্তরপ্রদেশের আলিগড় বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে আলিগড়ের ধর্ম সমাজ কলেজ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, কলেজে নির্দিষ্ট ইউনিফর্ম ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
সম্প্রতি, কর্নাটকের উদুপিতে ৬ ছাত্রীকে হিজাব পরিহিতা অবস্থায় কলেজে প্রবেশে বাধা দেওয়া হয়। এর পরেই সেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে অন্য রাজ্য। সেই বিক্ষোভকে সমর্থন জানিয়ে আলিগড় কলেজ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়।
পাল্টা গেরুয়া ওড়না গায়ে জড়িয়ে কলেজ ক্যাম্পাসে বেশ কিছু মানুষ বিক্ষোভে শামিল হয়। এর পরেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে এই নির্দেশিকা জারি করল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আলিগড়ের ধর্ম সমাজ কলেজ একটি নোটিশ জারি করেছে।
নির্ধারিত ইউনিফর্ম ছাড়া শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ’। কলেজের প্রিন্সিপ্যাল ড. রাজ কুমার বর্মা এই প্রসঙ্গে বলেন, ‘কলেজের শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আমরা মুখ ঢেকে শিক্ষার্থীদের কলেজ প্রাঙ্গনে প্রবেশের অনুমতি দেব না।
কারণ সম্প্রতি ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীকে হিজাব ও বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে। গেরুয়া ওড়না গায়ে দিয়েও কলেজে প্রবেশের অনুমতি নেই।’ উল্লেখ্য, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির (এএমইউ) ছাত্ররা হিজাব পরার অধিকারের দাবিতে দক্ষিণ রাজ্যে তাদের সহকর্মীদের সমর্থনে ক্যাম্পাসে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে।
ক্যাম্পাসের ভেতরে মিছিল করতে গিয়ে তাদের পোস্টার নিয়ে স্লোগান দিতে দেখা যায়। তার পরেই আলিগড়ের ডিএস কলেজ নির্ধারিত ইউনিফর্ম না পরা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করল। এদিকে হিজাব বিতর্কে উত্তপ্ত গোটা দেশ। সেই উত্তাপের আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে সর্বত্র।
কর্নাটকের উদুপিতে তৈরি হওয়া বিতর্কের আগুনে শামিল অন্যান্য রাজ্যগুলিও। চিকমাগালুর, উদুপি, শিবমোগা, গদগ এবং চিত্রদুর্গ জেলার কলেজগুলিতে বিক্ষোভে শামিল হয় একাধিক পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
এদিকে হিজাব বিতর্ক নিয়ে কর্নাটক হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এই সংক্রান্ত একাধিক পিটিশনের শুনানি চলছে। গত সপ্তাহেই আদালতের তরফে মামলার শুনানি শেষ না হওয়া অবধি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের ধর্মীয় পোশাক না পরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।