অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। প্রথম বোলার হিসেবে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১০০ উইকেটের মাইলফলক গড়লেন ওয়াহাব রিয়াজ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে দানিশ আজিজকে গোল্ডেন ডাক উপহার দিয়ে এই রেকর্ড গড়লেন পেশোয়ার জালমি অধিনায়ক।
ওয়াহাব ছাড়া আর কোনো বোলার পিএসএলে ৮০-এর ওপরে উইকেট পাননি। এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে ৭৮ উইকেট নিয়ে দুইয়ে আছেন হাসান আলী। পিএসএলের শীর্ষ উইকেট শিকারির তালিকায় পরের দুই বোলারও পাকিস্তানের।
তৃতীয় স্থানে থাকা শাদাব খানের ঝুলিতে আছে ৬৩ উইকেট। ৬১ উইকেট নিয়ে চারে শাহীন শাহ আফ্রিদি। পিএসএলে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকাতেও শীর্ষে আছেন ওয়াহাব।
ইসলামাবাদের বিপক্ষে ম্যাচটি ছিল তার ৭৫তম। ৭৩টি ম্যাচ খেলে দুইয়ে আছেন পাকিস্তানি পেসারের পেশোয়ার সতীর্থ কামরান আকমল। তৃতীয় স্থানে থাকা সরফরাজ আহমেদ খেলেছেন ৭০ ম্যাচ।