অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তারা ভারতকে যুক্তরাষ্ট্রের পার্টনার বা অংশীদারের চেয়েও বেশি কিছু বলে উল্লেখ করে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়িয়েছেন।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র কর্মকর্তারা বলেন যে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নেতৃত্ব পুনরুদ্ধার করার জন্য বাইডেন প্রশাসন যে ভিশন তৈরি করেছেন, তাতে ভারত কেবল একটি অংশীদার নয় বরং তার চেয়েও বেশি কিছু এবং এখনকার পদক্ষেপগুলো ভবিষ্যতের উন্মুক্ত, সুরক্ষিত এবং স্থিতিস্থাপক অঞ্চল তৈরি করবে।
এক টেলিফোনিক সংবাদ সম্মেলনে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি অফ স্টেট ড্যানিয়েল ক্রিটেনব্রিঙ্ক এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু বাইডেন-হ্যারিস প্রশাসনের সম্প্রতি প্রকাশিত ইন্দো-প্যাসিফিক কৌশল নিয়ে আলোচনা করেছেন।
এই কৌশলে একটি উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধ, নিরাপদ এবং স্থিতিস্থাপক অঞ্চলের জন্য ওয়াশিংটনের ভিশন বা স্বপ্ন তুলে ধরা হয়েছে। লু বলেন, ‘ভারত শুধুমাত্র একটি অংশীদারের চেয়েও বেশি কিছু। আমরা এই অঞ্চলের যেকোনো দেশের তুলনায় প্রতিদিন ভারতের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছি’।
ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্কের বিষয়ে বিশদভাবে বলতে গিয়ে ক্রিটেনব্রিঙ্ক বলেন, ‘মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেন/রাশিয়া সংকট নিয়ে ‘খোলা ও সৎ আলোচনা’ করেছেন এবং যদিও এটি বেশ ‘জটিল সমস্যা’ কিন্তু উভয় পক্ষই মেলবোর্নে সদ্য সমাপ্ত চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ (কোয়াড) এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় ‘কঠিনতম ইস্যু সহ প্রতিটি ইস্যু নিয়ে কথা বলেছে’।