অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। মহিলাদের একা পর্যটনের জন্য বিশ্বের মধ্যে সব থেকে নিরাপদ শহর হিসেবে গণ্য হল মদিনা। দুবাই তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে কম নিরাপদ শহরের মধ্যে রয়েছে জোহানেসবার্গ, কুয়ালালামপুর ও দিল্লির নাম।
মার্কিন যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট ইনসিওরেন্স কোম্পানি মাই ট্রিপ সাইটে জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে নিরাপদ ও কম সুরক্ষিত শহরের নামের তালিকা তৈরি করা হয়। সেখানেই মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর হিসেবে সৌদি আরবের ধর্মীয় শহর মদিনার নাম এক নম্বর তালিকায় স্থান পেয়েছে।
মাই ট্রিপ সাইট-এর দেওয়া তথ্য অনুযায়ী একক ভ্রমণকারীদের ৮৪ শতাংশই মহিলা৷ জনসংখ্যার দিক দিয়ে বিচারে একটি সমীক্ষা করা হয়েছিল। সেখানে সুরক্ষিত শহরের মধ্যে ১০-এর মধ্যে ১০ পেয়েছে মদিনা।
রাতে একা রাস্তায় চলার ক্ষেত্রেও মদিনা পুরুষ ও মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত, নিরাপদ শহর হিসেবে গণ্য হয়েছে। মদিনার পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই শহর। ১০-এর মধ্যে এই শহরটি স্কোর করেছে ৯.০৬। আর এর পরেই তৃতীয় স্থানে দুবাই। ১০-এর মধ্যে দুবাইয়ের স্কোর ৯.০৪।