অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র চিত্রনাট্য শুনে কী করেছিলেন আলিয়া, তা নিয়ে এবার মুখ খুললেন ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালি স্বয়ং।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে পরিচালক জানালেন যে, প্রথমবার চিত্রনাট্য পুরো শোনার পরেই পাশে রাখা নিজের ব্যাগটি কাঁধে ফেলে কোনওরকমে এক দৌড়ে আমার অফিস থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল আলিয়া। তাই দেখে বানশালি তার প্রযোজনা সংস্থার সিইও প্রেরণা সিং-কে বলেই ফেলেছিলেন যে তাদের মনে হয় এবার অন্য অভিনেত্রীর খোঁজ করতে হবে।
কারণ আলিয়ার ভাবসাব দেখে মনে হচ্ছে যে ও এই ছবির সঙ্গে জড়িয়ে থাকতে চায় না। জুম-কে দেওয়া সেই সাক্ষাৎকারে বানশালি আরও বলেন, ‘প্রথমবার আমার অফিসে এই ছবির চিত্রনাট্য শোনার পরে আলিয়া হয়ত ভেবেছিল এ কীরকম ছবির প্রস্তাব আমি তাকে দিচ্ছি। তাই ভেবেই হয়ত সেখান থেকে কোনওরকমে দৌড়ে পালিয়ে গিয়েছিল ও।
যাই হোক, সেসব দেখে আমারও আফসোস হয়েছিল। কারণ প্রথম থেকেই চেয়েছিলাম আলিয়াই যেন ‘গাঙ্গুবাঈ’-এর চরিত্রে অভিনয় করে। এরপর পরদিন সকালে আলিয়ার থেকে ফোন এল।
আমি সেদিনই ওকে সরাসরি বলে দিয়েছিলাম, আমার ছবিতে তার কাজ করার অক্ষমতার কথা বলার জন্যে ফের তাকে অফিসে আসতে হবে না। ফোনেই ব্যাপারটা যেন চুকেবুকে যায়। আমার কথা শুনে ফোনের ওপারে ততক্ষণে হাসতে শুরু করেছিল আলিয়া। জানিয়েছিল, আমি ঠিক যেমন চাই তেমনভাবেই এই ছবিতে কাজ করবে ও। শোনামাত্রই আনন্দে লাফিয়ে উঠেছিলাম আমি!’
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের বহুল প্রতিক্ষীত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়ারি’র ট্রেলার। আর সেখানে আলিয়াকে দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পরিবার থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধু ও পরিবাররা। ট্রেলার নিয়ে প্রশংসা করতে ভোলেননি দীপিকা- ক্যাটরিনারাও।
এস হুসেন জাইদির লেখা বই ‘মাফিয়া কুইনস অফ মুম্বাই’ থেকে জানা যায়, মাত্র ১৬ বছর বয়সে বাবার হিসাবরক্ষকের সঙ্গে গঙ্গা হরজীবনদাস কাথিওয়াড়ি গুজরাট থেকে মুম্বাইয়ে পালিয়ে এসেছিলেন। কিন্তু প্রেমে ধোঁকা খেতে হয়েছিল এই কিশোরীকে। বিয়ে করেও স্বামী তাকে বিক্রি করে দেয়। ডন করিম লালার একাধিক গ্যাং মেম্বার তাকে বারবার ধর্ষণ করে। তবুও হাল ছাড়েননি গাঙ্গুবাঈ । ঘুরে দাঁড়িয়েছিলেন। শেষমেষ করিম লালার সঙ্গে সাক্ষাৎ করেন গাঙ্গুবাঈ। তার এই অদম্য মনোভাব জয় করে নিয়েছিল করিম লালার মন। তাকে নিজের বোনের সম্মান দেয় করিম লালা। এরপরই কামাঠিপুরায় একটি গণিকালয় শুরু করেন গাঙ্গুবাঈ । আগামী ২৫শে ফেব্রুয়ারি বক্স অফিসে মুক্তি পাবে এই ছবি।