অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। সৌদি আরবে ৩০ নারী ট্রেন চালকের পদে অন্তত ২৮ হাজার প্রার্থী আবেদন করেছেন। গতকাল বুধবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, রক্ষণশীল দেশটির নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে কাজের চাহিদা বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৩০ যোগ্য প্রার্থী চাকরি পাওয়ার পর তারা পবিত্র নগরী মক্কা ও মদিনার মধ্যে পরিচালিত বুলেট ট্রেন চালাবেন। নতুন চালকদের এক বছর প্রশিক্ষণ দেওয়া হবে। কয়েক বছর আগেও সৌদি আরবে নারীরা শুধু শিক্ষকতা ও হাসপাতালকর্মী হিসেবে কাজের সুযোগ পেতেন।