অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। বর্তমানে যেসব টিনএজার ফুটবল বিশ্ব কাঁপাচ্ছেন তাদের একজন হার্ভে এলিয়ট। এবার চ্যাম্পিয়নস লিগে অভিষেক ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েছেন এই ইংলিশ উইঙ্গার। বুধবার রাতে সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলের একাদশে জায়গা পান এলিয়ট।
অলরেডদের জার্সিতে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অভিষেক হলো তার। এই রেকর্ড গড়ার পথে তিনি ভেঙেছেন সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার- আর্নল্ডের রেকর্ড। রেকর্ডটি গড়ার পথে এলিয়টের বয়স ছিল ১৮ বছর ৩১৮ দিন।
২০১৭ সালে স্পার্তাক মস্কোর বিপক্ষে ১৮ বছর ৩৫৪ দিনে মাঠে নেমে লিভারপুলের হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে চ্যাম্পিয়নস লিগে খেলার রেকর্ড গড়েন আলেক্সান্ডার-আর্নল্ড। এলিয়টের রেকর্ডের রাতে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ খেলেছেন এলিয়ট।