অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। রেল কর্মচারীদের জন্য দারুন সুখবর নিয়ে এলো কেন্দ্রীয় সরকার। রেল কর্মীদের নাইট ডিউটি নিয়ে এবার এক বড় সড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এবার থেকে শুরু হচ্ছে নাইট ডিউটি ভাতা। ট্রেন চালক, ট্রেন অপারেশন স্টাফ এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীদের এই ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তবে 43 হাজার 600 টাকার বেশি মাসিক বেতন যাদের, তারা এই ভাতা পাবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য এর আগে অবশ্য নাইট ডিউটি ভাতা রেলওয়েতে কর্মরত প্রত্যেক কর্মচারীর জন্য প্রযোজ্য ছিল। তবে সম্প্রতি রেল মন্ত্রক একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। ভাতার নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
সেইমতো 43 হাজার 600 টাকার মাসিক বেতন প্রাপ্তরা এই সুবিধা পাবেন না। উল্লেখ্য এর আগে নাইট ডিউটি ভাতা চেয়ে রেল বোর্ড থেকে চিঠি পাঠানো হয়েছিল। তারপর থেকে কার্যত এই বিষয় নিয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয় রেল মন্ত্রক। মাঝে নাইট ডিউটি ভাতা বন্ধ করে দেওয়া হয় রেলের তরফ থেকে।
এর পরিপ্রেক্ষিতে রেলের কর্মচারী ইউনিয়নের তরফ থেকে তীব্র বিরোধিতা জানানো হতে থাকে। রেলের তরফ থেকে জানানো হয় এই সিদ্ধান্তের ফলে প্রায় 3 লক্ষ রেলকর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই রেল বোর্ড পুনরায় বিষয়টি ভাবতে বাধ্য হয়। এ বিষয়ে শীঘ্রই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে রেলমন্ত্রক। অর্থ মন্ত্রকের তরফ থেকে প্রস্তাব পাশ করানো হলে তবেই রেলকর্মীরা নাইট ডিউটি ভাতা পাবেন।