অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস। দলটির অধিনায়ক হিসেবে আছেন বাবর আজম।
কিন্তু পিএসএলের সপ্তম আসরে জয়ের খাতা তো দূর, এখনো পয়েন্টের খাতাটাই খুলতে পারেনি করাচি। টানা আট ম্যাচের আটটিতে হেরেছে বাবরের দল। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে থাকা করাচির এলিমিনেটর ম্যাচে খেলাটাই শেষ হয়ে গেছে আগে।
টুর্নামেন্টের প্রথম দল হিসেবে লিগ পর্বে টানা আট ম্যাচ হেরেছে করাচি। বুধবার গাদ্দাফি স্টেডিয়ামে বাবর আজমরা ৭ উইকেটে হেরেছে মুলতান সুলতানসের বিপক্ষে। এবারের আসরে আট হারের পাশাপাশি টানা ৯ ম্যাচে হারল করাচি। এর আগের আসরের এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে হেরেছিল তারা।
পিএসএলে টানা আট ম্যাচে হারের আগের রেকর্ডটি ছিল লাহোর কালান্দার্সের। ২০১৭ সাল থেকে করাচির হয়ে খেলছেন বাবর। পাকিস্তানি ব্যাটার পিএসএলে শিরোপা জিতেছেন ২০২০ সালে। এবার প্রথমবারের মতো দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
কিন্তু জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে সফলতা পেলেও পিএসএলে ব্যর্থ বাবর আজম। পিএসএলের এক আসরে দ্বিতীয় দল হিসেবে টানা আট হারের রেকর্ড গড়ল করাচি কিংস। এর আগের আসরে লজ্জার রেকর্ডটি গড়েছিল কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের।