অনলাইন ডেস্ক, ১৭ ফেব্রুয়ারী।। নিলাম থেকে তাঁকে ১২ কোটি ২৫ লাখ টাকায় কেনার পরই জল্পনা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই বাস্তবায়িত হল। শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
বুধবার অধিনায়ক ঘোষিত হওয়ার পর শ্রেয়াস আইয়ার বলেছেন, ‘আমি সম্মানিত। আইপিএলে বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতির ক্রিকেটারেরা খেলে। দারুণ প্রতিভাবান এক ঝাঁক ক্রিকেটারকে নেতৃত্ব দিতে পারব ভেবে রোমাঞ্চিত।’
কেকেআরের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, ‘ভারতের উজ্জ্বলতম প্রতিভাদের মধ্যে একজনকে অধিনায়ক হিসাবে পেয়ে রোমাঞ্চিত। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাই তাতে শ্রেয়াসের নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে।’ নিলাম থেকে মুম্বাইয়ের তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ রুপি খরচ করে কিনেছিল কেকেআর।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়ের নায়ক প্যাট কামিন্সকে ৭ কোটি ২৫ লাখ টাকায় কিনে নিয়েছিল দলটি। দুই তারকাকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, এই দুজনের মধ্যে কেউ কি নাইটদের নতুন নেতা হতে চলেছেন!
শ্রেয়াস মুম্বাই রাজ্য দলের অধিনায়কত্ব করেছেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসাবেও নজর কেড়েছেন। তবে চোটের জন্য তিনি ছিটকে যাওয়ার পর ঋষভ পন্থকে অধিনায়ক করেছিল দিল্লি।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে সদ্য অ্যাশেজ সিরিজ জিতেছেন কামিন্স। কেকেআরের হয়ে আগেও খেলেছেন। তিনিও নাইট নেতা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য আইয়ারে আস্থা রেখেছে দলটি।