অনলাইন ডেস্ক, ১৬ ফেব্রুয়ারী।। পরপর বেশ কয়েকদিন সংক্রমণের সংখ্যা কমার পর শেষ ২৪ ঘন্টায় হঠাৎই আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়ল। একইসঙ্গে বেড়েছে মৃত্যুহারও।
স্বাভাবিকভাবেই উদ্বেগে পড়েছে স্বাস্থ্য মন্ত্রক। বুধবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।
তবে দৈনিক আক্রান্তের সংখ্যা হঠাৎই কিছুটা বাড়লেও করোনার তৃতীয় ঢেউ ও ওমিক্রনের দাপট অনেকটাই কমে এসেছে। স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে জনজীবন।
বিভিন্ন রাজ্যে স্কুল-কলেজ, অফিস খুলতে শুরু করেছে। কিন্তু এরই মধ্যে ফের সংক্রমণের সংখ্যা কিছুটা বাড়ায় বিশেষজ্ঞরা মানুষকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন থেকে জানা গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৬১৫ জন।
মঙ্গলবারের তুলনায় করোনায় মৃত্যু অনেকটাই বেড়েছে। শেষ ২৪ ঘন্টায় ৫১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। মৃত্যুহার ও সংক্রমণ বাড়লেও করোনা সক্রিয় রোগীর সংখ্যা এদিন অনেকটাই কমেছে। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ২৪০ জন। দৈনিক করোনা পজিটিভিটির রেট কমে হয়েছে ২.৪৫ শতাংশ।
শেষ ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৯৮৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৯৪ শতাংশ। কেন্দ্রের বুলেটিন থেকে জানা গিয়েছে, বুধবার সকাল পর্যন্ত গোটা দেশে ১৭৩ কোটি ৮৬ লক্ষ ডোজ টিকা দেওয়া হয়েছে। শেষ ২৪ ঘন্টায় দেশে ১২ লক্ষ ৫১ হাজার ৬৭৭ জন এর নমুনা পরীক্ষা করা হয়েছে।
বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন, নমুনা পরীক্ষা কিছুটা কমে গিয়েছে। নমুনা পরীক্ষা বাড়লে দেখা যাবে আরও অনেকেই আক্রান্ত হয়েছেন। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে করোনা বিধি-নিষেধ মেনে চলার পরামর্শ দিয়েছেন।