অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। সংশোধিত সূচিতে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্ট খেলবে শ্রীলঙ্কা। গোলাপি বলের এই টেস্ট শুরু হবে ১২ মার্চ থেকে। সফরসূচি পাল্টে যাওয়ার খবরটি নিশ্চিত করেছে বিসিসিআই।
২০২১-২৩ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ভারত-শ্রীলঙ্কার দুই টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে। সঙ্গে রয়েছে দুই দলের তিন টি-টোয়েন্টি সিরিজও।
তবে পাল্টে গেছে সাদা বল ও লাল বলের সূচি। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে মোহালিতে হবে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট দিয়ে এক মাইলফলকে পা রাখবেন বিরাট কোহলি। মোহালিতে নিজের শততম টেস্ট খেলবেন ভারতের সাবেক অধিনায়ক।
সংশোধিত সূচিতে লঙ্কানরা তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে লক্ষ্ণৌতে, ২৪ ফেব্রুয়ারি থেকে। ২৬ ও ২৭ ফেব্রুয়ারি ধর্মশালায় হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ থেকে, মোহালিতে। এরপর ১২-১৬ মার্চের মধ্যে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলবে শ্রীলঙ্কা।
সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৪ ফেব্রুয়ারি, লক্ষ্ণৌ
দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৬ ফেব্রুয়ারি, ধর্মশালা
তৃতীয় টি-টোয়েন্টি: ২৭ ফেব্রুয়ারি, ধর্মশালা
প্রথম টেস্ট: ৪-৮ মার্চ, মোহালি
দ্বিতীয় টেস্ট: ১২-১৬ মার্চ, বেঙ্গালুরু