অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। দুই ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
ক্যানবেরায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে লঙ্কানদের দেওয়া ১২২ রানের লক্ষ্য সহজে ছুঁয়ে ফেলে স্বাগতিক দল। অধিনায়ক অ্যারন ফিঞ্চের ৩৫ ও গ্লেন ম্যাক্সওয়েলের ৩৯ রানের সুবাদে ৬ উইকেটের জয় তুলে নেয় অজিরা।
দুজনে গড়েন ৫০ রানের জুটি। ১৯ বল হাতে রেখে ৪ উইকেটে ১২৪ রান করে অস্ট্রেলিয়া। তার আগে টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা ৬ উইকেটে করতে পারে ১২১ রান। ২১ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার কেন রিচার্ডসন। ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
ম্যাচের ঘণ্টাখানেক আগে করোনা পজিটিভ হওয়া অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়া খেলতে নামা লঙ্কানরা দলীয় ৪০ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। সেখান থেকে উইকেটরক্ষক দীনেশ চান্দিমাল (২৫) ও অধিনায়ক দাসুন শানাকার (৩৯*) ৪৭ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় সফরকারী দল।
জবাব দিতে নামা অজিদের শুরুতে ধাক্কা দেন স্পিনার মহীশ থিকসেনা। স্কোরবোর্ডে কোনো রান জমা হতেই ওপেনার বেন ম্যাকডরমেটকে হারায় অস্ট্রেলিয়া। আরেক ওপেনার অ্যাশটন অ্যাগারকেও (১৩) ফেরান থিকসেনা।
লঙ্কান স্পিনারের তৃতীয় শিকার ফিঞ্চ। তবে ততক্ষণে জয় প্রায় হাতের মুঠোয় চলে এসেছে অজিদের। শেষদিকে জশ ইংলিশ (২১*) ও মার্কাস স্টয়নিস (১২*) মিলে সহজে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন।