অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মঙ্গলবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি শুরুর ঘণ্টাখানেক আগে কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসে তার।
বর্তমানে আইসোলেশনে আছেন হাসারাঙ্গা। ২৪ বছর বয়সী তারকাকে ছাড়াই অজিদের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছে লঙ্কানরা।
অস্ট্রেলিয়া সফরে শ্রীলঙ্কার তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনা আক্রান্ত হলেন হাসারাঙ্গা। এর আগে, ৭ ফেব্রুয়ারি করোনায় পরীক্ষায় পজিটিভ হন কুশল মেন্ডিস ও বিনুরা ফার্নান্দো। তবে এই দুই ক্রিকেটার ইতোমধ্যে সাত দিনের আইসোলেশন পর্ব শেষ করেছেন।
এবারের আইপিএলের মেগা নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের একজন হাসারাঙ্গা। তাকে ১০.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলে তার প্রথম দলও আরসিবি। বেঙ্গালুরুর হয়ে গত মৌসুমে দুই ম্যাচ মাঠে নেমেছিলেন লঙ্কান অলরাউন্ডার। অজিদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে লঙ্কানরা।