অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। ১৪ ফেব্রুয়ারি ছিল ভ্যালেন্টাইন ডে। দিনটি স্মরণীয় ক্রিস্টিয়ান এরিকসেনের কাছেও। গতকাল সোমবার ৩০ বছর বয়সে পা রেখেছেন ড্যানিশ মিডফিল্ডার। এ দিনে এক প্রীতি ম্যাচ দিয়ে ৮ মাস পর মাঠে ফিরেছেন এরিকসেন।
গত বছর ইউরো চ্যাম্পিয়নশিপে মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হওয়ার সেই ঘটনার পর এবারই প্রথম মাঠের লড়াইয়ে দেখা গেল টটেনহাম ও ইন্টার মিলানের সাবেক তারকাকে। ক্লোজড-ডোর প্রীতি ম্যাচটিতে সাউদ্যান্ড ইউনাইটেড ইলেভেনকে ৩-২ গোলে হারিয়েছে এরিকসেনের দল ব্রেন্টফোর্ড। এক গোলে অবদানও রাখেন ড্যানিশ মিডফিল্ডার।
কার্ডিয়াক অ্যারেস্ট থেকে সুস্থ হলেও মেয়াদ শেষ হওয়ার আগেই ইন্টারের সঙ্গে চুক্তি শেষ করেন এরিকসেন। এরপর পুনরায় ফুটবলে ফেরার আশায় সাবেক ক্লাব আয়াক্সে অনুশীলন শুরু করেন তিনি। গত মাসে, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন ঠিকানা হিসেবে তিনি বেছে নেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বেন্টফোর্ডকে।
ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন এরিকসেন। প্রীতি ম্যাচটিতেও তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। গত ১২ জুন ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচে হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মাটিতে লুটিয়ে পড়েন এই তারকা। তবে সতীর্থদের উপস্থিত বুদ্ধিতে বেঁচে যান তিনি। পরে দ্রুত ডেনমার্কের এক হাসপাতালে নেওয়া হয় এরিকসেনকে। তার সুস্থতার জন্য প্রার্থনায় বসেছিল ফুটবলপ্রেমীরা। সুস্থ হয়ে সবার মনে স্বস্তি ফেরান এরিকসেন। পরে চিকিৎসকদের কাছ থেকে ফুটবলে ফেরার সবুজ সংকেতও পান তিনি।