স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ সেপ্টেম্বর ।। মানবজাতির চ্যালেঞ্জের মুখে। এই সময়ে স্থানীয় এক খবরের কাগজে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে অপপ্রচার চালানো হচ্ছে। যার কোনো তথ্য-প্রমাণ নেই তাদের কাছে। সম্পূর্ণ ভিত্তিহীন এ ধরনের খবর। জনগণকে বিক্রান্ত করতে এ ধরনের প্রয়াস চলছে। সোমবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেন বিধায়ক রতন চক্রবর্তী।
তিনি বলেন সরকারি টেন্ডার চালু করেছে। এটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। দরপত্র আহ্বানের পর কোনরকম দলবাজি হয়না। অনলাইনে দরপত্র জমা দেওয়া হয়। কিন্তু একটা অংশের অস্বচ্ছতার সাথে চলতে চলতে অভ্যাস হয়ে গেছে। আর এটা লক্ষ টাকার প্রশ্ন। তাই আয়োজিত সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানানো হচ্ছে এ ধরনের লেখার পরিবর্তে সরাসরি অভিযোগ আনা হোক এবং এক তথ্য প্রমাণ তুলে ধরা হোক। তাই জলঘোলার ব্যবস্থা না করে সমস্যা থাকলে সমাধানের দাবি জানান বিধায়ক শ্রী চক্রবর্তী।সংবাদ সম্মেলন এদিকে প্রদেশ বিজেপি মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, বাংলাদেশের সাথে রাজ্যের জলযানের ট্রায়াল রান সাফল্য হয়েছে।
তাই তিনি রাজ্যবাসির সহযোগিতার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, কিন্তু রাজ্যের বিরোধী দল সিপিএম কোনমতেই এ সাফল্য টাকে মেনে নিতে পারেনি। আর রাজ্য প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন হীরের কথা। আর সেই হীরা হলো জলপথে, আকাশপথে এবং স্থলপথে রাজ্যে উন্নয়ন ঘটানো। কিন্তু এ ধরনের উন্নয়ন বিরোধীদল মেনে নিতে পারছে না। বিরোধী দলের রাজনীতি মানুষের কল্যাণে অবস্থান নেয় না। মানসিকতাও নেই। এমনকি গত দুমাসে গাদাগাদি করে এখন যখন সংক্রমণ শীর্ষ স্থানে পৌঁছে গেছে, তখন তারা সাতদিন কর্মসূচি বন্ধ রেখেছে। এমনকি রাজ্যে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর সাথে করোনা মোকাবেলার বিষয় নিয়ে পরামর্শ দেন।
কিন্তু বিরোধী দলের কোনো ইতিবাচক ভূমিকা নেই বর্তমান পরিস্থিতিতে বলে অভিযোগ করেন তিনি। আর বিরোধীদলে এ ধরনের কর্মকাণ্ডের জন্য তীব্র বিরোধিতা করে বিজেপি। বিরোধীদল সিপিএম ভুলে গেছে এটা স্বৈরাচারী রাষ্ট্র নয়। তাই ৩৭ লক্ষ রাজ্যবাসী স্বার্থে ত্রিপুরা ত্রিপুরা সহযোগিতার আহ্বান জানান তিনি।