অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। ইউক্রেনে বাড়ছে উত্তেজনার পারদ। হামলা চালাতে পারে রাশিয়া (Ukraine Russia)। এমন আশঙ্কা থেকে ভারতীয় নাগরিকদের সাময়িকভাবে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিল দিল্লি। বিশেষত পড়ুয়াদের। ভারত সরকারের পক্ষ থেকে সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সাময়িকভাবে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষত পড়ুয়াদের, যাঁদের সেখানে থাকা খুব জরুরী নয় তাঁদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ মাঝে দিন কয়েক থিতিয়ে গিয়েছিল রাশিয়া-ইউক্রেন চাপানউতোরের বিষয়টি। রাশিয়া সেনা সমারোহে ফের দেখা দিয়ে যুদ্ধের আশঙ্কা।
উপগ্রহ চিত্র এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, কিয়েভের প্রতি পড়েছে মস্কোর নজর। তাই সীমান্তে লক্ষাধিক সেনা পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। কৃষ্ণসাগরেও বেড়েছে উত্তাপ। আমেরিকাকে রাশিয়ান ডুবোজাহাজ তাড়া করেছে এমন খবরও পাওয়া গিয়েছিল।
ইউক্রেনের নাগরিকরাও পথে নেমেছেন। সব মিলিয়ে সেখানকার বাতাবরণ বেশ গরম। ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, নেদারল্যান্ডস-ও তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার পরামর্শ দিয়েছে। সক্রিয় থাকতে বলা হয়েছে দূতাবাসগুলোকে।