অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। হাওয়ার গতিতে ছড়াচ্ছে করোনা ভাইরাসের মিউট্যান্ট ওমিক্রন। মুম্বইতে গতকাল যে সোয়াব টেস্ট করা হয় তাতে প্রায় ৯৫ শতাংশ ওমিক্রন সংক্রমণের। ডিসেম্বরের শেষের দিকে এই মিউট্যান্ট মহামারীর তৃতীয় তরঙ্গের সূচনা করেছিল। আর এখন তার অবস্থা আরও ভয়াবহ।
মুম্বইয়ে সোমবার মোট ১৯০টি নমুনা নেওয়া হয়েছিল। তার মধ্যে ১৮০টি অর্থাত ৯৪.৭৪ শতাংশ ওমিক্রনের। এছাড়া তিনটি ডেল্টা ভেরিয়েন্ট, একটি ডেল্টা এবং ছয়টি করোনার অন্যান্য স্ট্রেনে আক্রান্ত হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এই খবর জানিয়েছে। কিন্তু চিন্তা বাড়িয়েছে অন্য একটি পরিসংখ্যান।
যে ১৯০ জনের সোয়াব স্যাম্পেল নেওয়া হয়েছিল, তাদের মধ্যে ২৩ জন মারা গেছেন। ওই ২৩ জনের মধ্যে ২১ জনের দেহে থাবা বসিয়েছিল ওমিক্রন। বিএমসি আরও জানিয়েছে ১৯০ জনের মধ্যে ৭৪ জনের বয়স (৩৯ শতাংশ) ৬১ থেকে 80 বছর। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে ৪১ জন (২২ শতাংশ), ২১ থেকে ৪০ বছরের মধ্যে ৩৬ জন (১৯ শতাংশ), ৮১ থেকে ১০০ বছরের মধ্যে ২২ জন (১২ শতাংশ) এবং ০ থেকে ১৮ বছরের মধ্যে ১৭ জন (৯ শতাংশ) ছিল। এই ১৭ জনের মধ্যে ১১ জনের ওমিক্রন সংক্রামিত হয়েছে। বিএমসির রিপোর্ট অনুসারে ১৯০ জনের মধ্যে ১০৬ জনের হাসপাতালে ভর্তির প্রয়োজন। এর মধ্যে, পাঁচজন একটি COVID-19 ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন এবং ৫০ জন দুটি ডোজই গ্রহণ করেছিলেন।
বাকি ৫১ জন কোনও ডোজ নেননি। এই ১০৬ জনের মধ্যে মাত্র ৯ জনকে অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে। ১১ জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। যে ২৩ জনের মৃত্যু হয়েছে তাদের ২১ জনের ৬০ বছরের বেশি। তাদের কো-মর্বিডিটি রয়েছে। তাদের মধ্যে আবার ১৫ জন কোভিড-১৯ ভ্যাকসিনের কোনো ডোজ নেননি। এতদিন শোনা যাচ্ছিল সংক্রমণ বেশি ঘটালেও ওমিক্রনের মারণ ক্ষমতা তেমন তীব্র নয়। কিন্তু মুম্বইয়ের হিসাব নতুন করে ভাবাচ্ছে বিশেষজ্ঞ থেকে আমআদমিকে।