Air India: এয়ার ইন্ডিয়ার নতুন সিইও ও এমডি নিযুক্ত হলেন তুর্কি এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান

 

অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। এয়ার ইন্ডিয়ার নতুন সিইও ও এমডি নিযুক্ত হলেন তুর্কি এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসি। টাটা সন্স ঘোষণা করেছে যে ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও এবং এমডি নিযুক্ত করা হয়েছে।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বোর্ড ইলকার আইসি’র নিয়োগ নিয়ে একটি বৈঠক করেন। সেখানেই তুর্কি এয়ারলাইন্সের প্রাক্তন চেয়ারম্যানের নাম অনুমোদিত হয়।

বিস্তর আলোচনার পরেই টাটা-মালিকানাধীন এয়ারলাইনের সিইও এবং এমডি হিসাবে ইলকার আইসিকে নিয়োগের অনুমোদন দেয়। ২০২২-এর ১ এপ্রিল নতুন পদে দায়িত্ব গ্রহণ করার কথা ইলকার আইসির।

ইলকার আইসির নাম যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য এয়ার ইন্ডিয়ার বোর্ড আজ বিকেলে বৈঠক করে সেই সিদ্ধান্ত জানায়। বোর্ড যথাযথ আলোচনার পরে টাটা-মালিকানাধীন এয়ারলাইনের সিইও এবং এমডি হিসাবে আইসি-এর নিয়োগে অনুমোদন দেয়।

ইলকার আইসি জানিয়েছেন, ‘ টাটা গ্রুপে যোগদান করতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত। এয়ার ইন্ডিয়াতে আমার সহকর্মীদের সঙ্গে এবং টাটা গ্রুপের নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেলাম। আমরা এয়ার ইন্ডিয়ার শক্তিশালী ঐতিহ্যকে কাজে লাগাব। ভারতের উষ্ণতা এবং আতিথেয়তার মাধ্যমে এটিকে বিশ্বের সেরা এয়ারলাইন্স গুলির একটিতে পরিণত করব।”

টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বলেছেন, “ইলকার একজন বিমান শিল্পের নেতা। যিনি তুর্কি এয়ারলাইন্সকে তার সময়কালে সফলতা এনে দিয়েছেন। আমরা ইলকারকে টাটা গ্রুপে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তিনি এয়ার ইন্ডিয়াকে তার নতুন যুগে নেতৃত্ব দেবেন।” ইলকার আইসি তুর্কি এয়ারলাইন্সের চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি কোম্পানির বোর্ডে ছিলেন।

১৯৭১ সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন। আইসি বিলকেন্ট বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও জনপ্রশাসন বিভাগের প্রাক্তন ছাত্র। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের উপর গবেষণা করার পর, তিনি ১৯৯৭ সালে ইস্তাম্বুলের মারমারা ইউনিভার্সিটিতে একটি আন্তর্জাতিক সম্পর্কের মাস্টার্স প্রোগ্রাম সম্পন্ন করেন। উল্লেখ্য, টাটা গ্রুপ জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব গ্রহণ করেছে। এয়ার ইন্ডিয়ার-এই নতুন বোর্ডের নেতৃত্বে রয়েছেন টাটা গ্রুপের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?