অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। হলিউডে অল্প কিছু ছবিতে দেখা যাওয়া অভিনেতা জ্যাচারি হরউইটজ এখন আলোচনার খোরাক। কোটি কোটি ডলারের পঞ্জি স্কিম পরিচালনার কথা স্বীকারের পর সোমবার তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
খবর সিএনএন। মার্কিন বিচার বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পঞ্জি স্কিমের মাধ্যমে জ্যাচারি কমপক্ষে ৬৫ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় ৫৫৮৮ কোটি টাকারও বেশি সংগ্রহ করেছিল। তিনি বিনিয়োগকারীদের বলেছিলেন, এইচবিও ও নেটফ্লিক্স তাদের ছবির বিদেশে বিতরণের লাইসেন্স দিতে রাজি হয়েছে। ওই টাকা সেখানে বিনিয়োগ করা হবে।
গত অক্টোবরে ফেডারেল সিকিউরিটিজ জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করে জ্যাচারিকে এবং পঞ্জি স্কিম চালানোর কথা স্বীকার করেন। এর পর সোমবার জানানো হয়, তাকে ২৪০ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত এবং ২৩ কোটি ডলারের বেশি ক্ষতিপূরণ দিতে হবে। তবে এ বিষয়ে জ্যাচারির আইনজীবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
৩৫ বছরের এই অভিনেতা কিছু টাকা ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নেন এবং বাড়ি কেনার জন্য ৫৭ লাখ ডলার নগদ খরচ করেন। এ ছাড়া লাস ভেগাস ভ্রমণ ও চাটার্ড প্লেনে উড়ার জন্য টাকা খরচ করেন। জ্যাচ আভেরি নামে পরিচিত এ অভিনেতা ‘ট্রেসপাসারস’ ও ‘দ্য হোয়াইট ক্রো’সহ ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন। এর মধ্যে বেশির ভাগই স্বল্প-বাজেটের। এ ছাড়া ব্র্যাড পিটের ‘ফিউরি’তে ছোট একটি চরিত্রে দেখা যাবে তাকে।