অনলাইন ডেস্ক, ১৫ ফেব্রুয়ারী।। আরো একবার হাসপাতালে ভর্তি হলেন কোলন টিউমারের সঙ্গে লড়ে চলা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেলে নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানিয়েছেন।
সাও পাওলোর একটি হাসপাতালে কেমোথেরাপি দেওয়া হবে তাকে। নিজের একটি ছবি পোস্ট করে সোমবার ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘বন্ধুরা, যেমনটা আমি গত কয়েক মাস ধরে করে আসছি, আমার চিকিৎসা চালিয়ে যেতে আমি হাসপাতালে যাচ্ছি। ’ পেলে আরো লিখেন, ‘আমি এরই মধ্যে একটি বড় টিভি ও পপকর্ন অর্ডার করেছি যেন পরে আমি সুপার বৌল দেখতে পারি। আমার বন্ধু টম ব্র্যাডি না খেললেও আমি ম্যাচটি দেখব। ভালোবাসাময় সব বার্তার জন্য ধন্যবাদ। ’সাম্প্রতিক বছরগুলোয় নানা রোগের সঙ্গে লড়াই করছেন পেলে।
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে। সেখানেই তার টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, ৮১ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তির কেমোথেরাপি চলবে। পেলে ব্রাজিলের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি। এ ছাড়া তিনি ইতিহাসের চার ফুটবলারের একজন, যাদের চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির আছে।