অনলাইন ডেস্ক, ১৪ ফেব্রুয়ারী।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেই চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। কেসিআর এ দিন প্রধানমন্ত্রী মোদি ও তাঁর সরকারের কাছে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে পাক অধিকৃত কাশ্মীরের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর প্রমাণ দাবি করলেন।
কেসিআর বলেন, ২০১৬ সালে পিওকেতে যে সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছিল আমি তার প্রমাণ চাই। ভারত সরকার কাছে এ ব্যাপারে যে প্রমাণ আছে তা দেখাক। কারণ বিজেপি বরাবর মিথ্যা কথা প্রচার করে থাকে। তাই মানুষ আজ প্রকৃত সত্যটা জানতে চায়। কেসিআর আরও বলেন, সেনাবাহিনী সীমান্তে যুদ্ধ করছে। অন্যদিকে বিজেপি সেই যুদ্ধের রাজনৈতিক ফায়দা তুলছে। এই যুদ্ধ করতে গিয়ে একাধিক সেনা জওয়ান শহিদ হয়েছেন।
জওয়ানদের আত্মবলিদান ও কৃতিত্বের জন্য দেশ যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু বিজেপি এটাকে নিজেদের সাফল্য বলে দাবি করছে। এটা মেনে নেওয়া যায় না। উল্লেখ্য, ২০১৬ সালে উরির বেস ক্যাম্পে পাক জঙ্গিদের হানায় ১৯ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ওই ঘটনার বদলা নিতেই পাক অধিকৃত কাশ্মীর বড় ধরনের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল সেনাবাহিনী। বিষয়টি নিয়ে অবশ্য এর আগেও বিতর্ক তৈরি হয়েছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চেয়েছিলেন। এবার রাহুলের সুরে একই ধরনের কথা বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও। যদিও এই সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে। দুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ চাওয়ায় রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করেছিলেন। হিমন্ত বলেছিলেন, সেনাবাহিনীর কাছে সার্জিকাল স্ট্রাইকের প্রমাণ চাওয়া একটা বড় ধরনের অপরাধ।
পাশাপাশি রাহুলকে কটাক্ষ করে বলেছিলেন, তিনি রাজীব গান্ধীর ছেলে কিনা তার প্রমাণ কেউ কি জানতে চেয়েছে। যদিও রাহুলকে নিয়ে হিমন্তের ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন কেসিআর। তিনি বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছেন।