মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস

অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। রবিবারই প্রকাশিত হয়ে গিয়েছে আইপিএলের সূচি। ১৯ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংস। দলের সিইও কাশী বিশ্বনাথও জানিয়ে দিয়েছেন, প্রাথমিক ধাক্কা সামলে মাঠে নামার জন্য তৈরি মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর সতীর্থরা।

দলের অফিসিয়াল টুইটার পেজে বিশ্বনাথ বলেছেন, “সমর্থকদের আশ্বস্ত করতে এটা বলা দরকার যে, চেন্নাই সুপার কিংস আবার আগের মতো তরতাজা হয়ে গিয়েছে। কাজেই উদ্বেগের কোনও কারণ নেই। দ্বিতীয়ত আমরা অধিনায়ক হিসেবে এমন এক ক্রিকেটারকে পেয়েছি যিনি এই ধরনের কঠিন অবস্থার সামনে বহুবার দাঁড়িয়েছেন এবং তাকে অতিক্রমও করেছেন। তাই আমরা প্রত্যেকবারের মতো এবারও ট্রফি জয়ের জন্য তৈরি থাকছি।”

সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের না থাকা নিয়ে সকলের মধ্যেই একটা চাপা অস্বস্তি তৈরি হয়েছে। তবে তাঁদের অনুপস্থিতি নিয়ে সতীর্থদের মাথা ঘামাতে নিষেধ করা হয়েছে। নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে জুম কলের মাধ্যমে প্রয়োজনীয় কথাবার্তা সারছেন কোচ স্টিফেন ফ্লেমিং। তাছাড়া সকলকেই সতর্ক থেকে, করোনার হাত থেকে নিজেদের মুক্ত রাখার পরামর্শও দেওয়া হচ্ছে। বিশ্বনাথের কথায়, “মানসিকভাবে ক্রিকেটাররা এখন তৈরি হয়ে গিয়েছে। তার উপরে সূচি প্রকাশিত হয়ে যাওয়ায় গোটা দলের চূড়ান্ত পর্বের অনুশীলন শুরু হয়ে গিয়েছে। আগের মতো মাঠে সিএসকে ক্রিকেটারদের সেরা ক্রিকেট দেখতে পাবেন সমর্থকরা।”

দলের দুই ক্রিকেটার দীপক চাহারা এবং রুতুরাজ গায়কোয়াড় এখন সুস্থ রয়েছেন। তাঁদের ১৪দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার পরে দুই ক্রিকেটারেরই দুবার করে করোনা পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলে তাঁরা বিশেষ জৈব সুরক্ষিত পরিবেশে প্রবেশ করে দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারবেন। তবে বাকি দুই বিদেশি ক্রিকেটার, দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডুপ্লেসি এবং লুনগি এনগিডির ছয়দিনের আইসোলেশনের পর্ব শেষ হয়ে গিয়েছে। তাঁরা দলের সঙ্গে এই সপ্তাহেই অনুশীলন শুরু করে দেবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?