অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।। সম্প্রতি একটি খেলাধুলোর একটি জনপ্রিয় ব্র্যান্ডের বাণিজ্যিক দূত হয়েছেন করিনা কাপুর। গত বছর অস্ট্রেলিয়ায় মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ উদ্বোধনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল বলিউডের এই অভিনেত্রীকে। কিন্তু তাঁর পুত্র তৈমুরও যে খেলাধুলোর প্রতি আগ্রহী এবং বিশেষ করে পেপ গুয়ার্দিওলার ম্যাঞ্চেস্টার সিটির ভক্ত, সেই তথ্যটা এতদিন অজানাই ছিল। যে খবর ফাঁস করেছেন স্বয়ং করিনা।
সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তৈমুরের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন করিনা। সেখানে দেখা গিয়েছে, করিনার জার্সিতে লেখা ২১ এবং খুদে তৈমুরের জার্সিতে রয়েছে ২০ নম্বর। ম্যান সিটিতে এই নম্বরের জার্সি পরে খেলেন বের্নার্দো সিলভা এবং ফেরান তোরহেস। যদিও তোরহেস ক্লাব ছেড়ে এই মরসুমে যোগ দিয়েছেন ভ্যালেন্সিয়াতে। সেই ছবি পোস্ট করে করিনা লিখেছেন, “কিছু মনে করবেন না, আমরা প্রিয় দল ম্যাঞ্চেস্টার সিটির হয়ে গলা ফাটাই।”
বলিউড তারকাদের সঙ্গে ইউরোপীয় ফুটবলের যোগাযোগের ঘটনা নতুন কিছু নয়। অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন চেলসির কট্টর ভক্ত। গত মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে তাঁকে চেলসি দলের তরফে চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে সই ছিল গত মরসুমে চেলসি দলের অধিনায়ক সেসার আথপিলিকোয়েতার। তারও আগে স্ট্যামফোর্ড ব্রিজে অভিষেকের হাতে তুলে দেওয়া হয়েছিল চেলসির জার্সি। আর এক বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দারুণ হৃদ্যতা রয়েছে আর্সেনাল তারকা মেসুত ওজিলের। তিনি লন্ডনে রণবীরের সঙ্গে দেখাও করেন এবং জার্সি তুলে দেন। মাঝেমধ্যেই টুইটারে তাঁদের মধ্যে কথাবার্তাও হয়। যুবরাজ সিং কট্টর ম্যান ইউ ভক্ত। গত মাসেই তিনি ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে অংশ নিয়েছিলেন ম্যান ইউ তারকা মার্কাস রাশফোর্ডের সঙ্গে। সেই তালিকায় এবার নতুন ভাবে যুক্ত হল সইফ আলি খান এবং করিনা কাপুর খানের পুত্র তৈমুরের নাম।