অনলাইন ডেস্ক, ১৩ ফেব্রুয়ারী।। প্রায় ৬ মাস পর ক্লাবের হয়ে খেলতে নামলেন গ্যারেথ বেল। তবে ওয়েলস তারকার ফেরার ম্যাচটা সুখকর হয়নি রিয়াল মাদ্রিদের। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে পয়েন্ট হারিয়েছে দলটি।
প্রতিপক্ষের মাঠে শনিবার গোল শূন্য ড্র করে কার্লো আনচেলত্তির রিয়াল। বেল ২৮ আগস্ট রিয়াল বেতিসের বিপক্ষে রিয়ালের ১-০ গোলে জয় পাওয়া ম্যাচটির পর থেকে বাইরে ছিলেন। নিজের মাঠে ফেরার দিনে গোলের খুব কাছাকাছি গিয়েছিলেন বেল।
তবে ভাগ্য তার সহায় ছিল না। ক্রসবারে লেগে ব্যর্থ হয় তার প্রচেষ্টা। ইনজুরির কারণে করিম বেনজেমাকে ছাড়াই খেলতে হয়েছে রিয়ালকে। ভিনিসিউস জুনিয়র ও মার্কো আসেনসিওরাও পারেননি দলকে পথ দেখাতে।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ রিয়ালের। তার আগে এই ড্র রিয়ালের জন্য হতাশার। তবে ড্র করলেও লা লিগার টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে রইল রিয়াল। ২৪ ম্যাচে ৫৪ পয়েন্ট রিয়ালের। সমান ম্যাচে ৫০ পয়েন্ট সেভিয়ার।