CM Biplab: টিএসআর জওয়ানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি রাজ্য সরকার আন্তরিক, জানালেন মুখ্যমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১২ ফেব্রুয়ারী।। টিএসআর জওয়ানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলির প্রতি রাজ্য সরকার আন্তরিক। জওয়ানদের মনোবল বৃদ্ধি ও তাদের বিভিন্ন বিষয়ে বাস্তবিক অবিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই আমি বাহিনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করছি। মতবিনিময় করছি জওয়ানদের সাথে।

আজ টিএসআর দ্বিতীয় বাহিনীর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী এদিন টিএসআর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। সেখানে সৈনিক সম্মেলনে মিলিত হয়ে জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন।

জওয়ানদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত বিভিন্ন বিষয়ে অবহিত হন। প্রধান কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপনও করেন। বীরত্বের সাথে কর্তব্য পালনে যেসব জওয়ানগণ জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী। তারপর টিএসআর আবাসনে অবস্থানরত জওয়ানদের পরিবারের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।

সৈনিক সম্মেলনে জওয়ানদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, নাগরিক পরিষেবা প্রদানে স্বচ্ছতা ও দ্রুততা আনার লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা গৃহীত হয়েছে। এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সংশোধনিগুলিও উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে।

জনগণের স্বার্থে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্পের ইতিবাচকতা ও সুফল সম্পর্কে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজা সরকারের ইতিবাচক ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা বাস্তবায়নের কার্য প্রণালীতেও সফলভাবে প্রতিফলিত হচ্ছে। সন্ত্রাসবাদ দমন থেকে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল নজির স্থাপন করেছে এই বাহিনী। ফলশ্রুতিতে মহিলারাও বর্তমানে এই বাহিনীতে অংশগ্রহণ করছেন।

প্রসঙ্গত, এই বাহিনীতে কর্মরত হাবিলদার বিষ্ণু নট্টর ছেলে প্রসেনজিৎ নট্ট টিপিএস পরীক্ষায় সফলতা অর্জন করেছে। এরজন্য তাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী বলেন, ইচ্ছাশক্তি ও দৃঢ় প্রতিজ্ঞা সাফল্যের পথে গতি সঞ্চারিত করে। বাহিনীতে কর্মরত অবস্থাতেও সময় বেড করে অধ্যয়নের দ্বারা নিজেকে আরও বিকশিত করার সুযোগকে কাজে লাগানোর উপরেও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বলিষ্ঠ পদক্ষেপের ফলে উন্নয়নের মূল স্রোতের সঙ্গে যুক্ত হয়েছে উন্নয়নের ক্ষেত্রে উপেক্ষিত বিভিন্ন প্রদেশ। তার সুফল বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতেও। জওয়ানদের পোশাকের নতুনত্ব, বর্ধিত বেতন, অ্যালাউন্স সহ বিভিন্ন বিষয়ের জন্য জওয়ানগণ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরিদর্শনের সময় জওয়ানদের পরিবারের সদস্যদের পক্ষেও মুখ্যমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। মুখ্যমন্ত্রী জওয়ানদের পরিবারের শিশুদের মধ্যে চকলেট বিতরণ করেন। রাজ্যের পাশাপাশি বিভিন্ন প্রদেশ থেকে নিযুক্ত জওয়ান ও পরিবারের সদস্যগণ এখানে উপস্থিত ছিলেন।

পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি টিএসআর জওয়ানগণ নিজেদের অত্যাবশকীয় পণ্য সামগ্রী পারদর্শীতার সাথে নিজেরাই প্রস্তুত করেন। টিএসআর দ্বিতীয় বাহিনীর হেডকোয়ার্টারে কর্তব্যরত জওয়ানরা স্বাস্থ্যকর পদ্ধতিতে, বেশন গুড়ো, আটা, জিরা গুড়ো সহ বিভিন্ন প্যাকেটজাত খাদ্য দ্রব্য প্রস্তুত করছেন। জওয়ানদের এই ধরণের কর্মকান্ডের জন্য প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, রাজ্য পুলিশের মহানির্দেশক ভিএস যাদব প্রমুখ।

 

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?