অনলাইন ডেস্ক, ১২ ফেব্রুয়ারী।। কর্ণাটকে শুরু হওয়া হিজাব বিতর্ক এখনো চলছে। এ নিয়ে কথা বলছেন, ভারতের ও অন্য দেশের নানা অঙ্গনের তারকারাও।
বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও। এবার বলিউড কুইনকেই একহাত নিলেন আরেক অভিনেত্রী শাবানা আজমি। এর আগে ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না। ’এরপরেই কঙ্গনাকে পাল্টা জবাব দিলেন শাবানা।
তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে কঙ্গনার পোস্ট শেয়ার করে শাবানা লিখেন, ‘ভুল হলে আমাকে সংশোধন করুন কিন্তু আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র এবং আমি শেষবার যা দেখেছি তাতে মনে হয়েছিল ভারত একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র!’ প্রসঙ্গত, কিছুদিন আগেই হিজাব প্রশ্নে মুখ খুলেছিলেন লেখক ও শাবানার স্বামী জাভেদ আখতার।
বৃহস্পতিবার জাভেদ আখতার তার টুইটে লেখেন, ‘আমি কখনই হিজাব বা বোরকা পরার পক্ষে ছিলাম না। আমি এখনো এরই পক্ষে আছি কিন্তু একই সঙ্গে এই গুন্ডারা যারা একটি মেয়েকে হিজাব পরার জন্য ভয় দেখানোর চেষ্টা করে এবং ব্যর্থ হয়, তাদের জন্য ধিক্কার।
এটাই কী তাদের কাছে পুরুষত্বের ধারণা?’ ৫ ফেব্রুয়ারি কর্ণাটক সরকার ‘সমতা, অখণ্ডতা এবং জনসাধারণের আইন-শৃঙ্খলাকে বিঘ্নিত করে’ এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা-সহ সমস্ত স্কুল ও কলেজে একটি ড্রেস কোড বাধ্যতামূলক করার আদেশ জারি করার পরে পুরো বিতর্কের সূত্রপাত হয়।