অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।।দেশের শিক্ষা নীতিতে যত সম্ভব কম সরকারি হস্তক্ষেপের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় নিজের বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এই সভায় যোগ দিয়েছেন সব রাজ্যের শিক্ষামন্ত্রী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। এরাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও উপস্থিত রয়েছেন এই বৈঠকে।
এদিন নয়া শিক্ষা নীতির পক্ষে প্রধানমন্ত্রী বলেন, পড়ুয়াদের উপর পড়ার চাপ কমাতে, তাদের ভবিষ্যৎ তৈরি করতে এবং আত্মনির্ভর ভারত গড়ে তুলতে সাহায্য করবে এই নয়া শিক্ষা নীতি। এই শিক্ষা নীতিতে যে হাতে কলমে শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে তা ফের মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি এদিন বলেন, ‘দেশের আশা, আকাঙ্খা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থার। বিষয়টিতে রাজ্য ও কেন্দ্র সরকার জড়িত থাকে। তবে শিক্ষা নীতিতে সরকারি হস্তক্ষেপ কম হওয়া উচিত। সরকারে কে আছে, কে নেই তার প্রভাব শিক্ষা নীতিতে পড়া কাম্য নয়’। দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতার কথাও এদিন তুলে ধরেন প্রধানমন্ত্রী।