অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে রোহিত শর্মাকে। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি বা কপিল দেব ভারতীয় অধিনায়ক হিসাবে যা পারেননি তা কী করে দেখাতে পারবেন ৩৪ বছর বয়সী ব্যাটার?
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামেছে ভারত। ম্যাচটিতে টস জিতে ব্যাটিং শুরু করেছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে যদি ভারত জিতে তবে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে তারা। টিম ইন্ডিয়া ওয়ানডেতে কখনো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারেনি এখন পর্যন্ত।
যদি এই ম্যাচ ভারত জেতে, তাহলে প্রথম কোনো ভারতীয় অধিনায়ক হিসাবে উইন্ডিজকে হোয়াইটওয়াশের স্বাদ পাবেন রোহিত। এখন পর্যন্ত অন্তত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১১ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করতে পেরেছে ভারত। কিন্তু টিম ইন্ডিয়া একবারও ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করতে পারেনি।
এবার যদি পারে তবে অধিনায়ক হিসেবে ইতিহাস গড়বেন রোহিত। ধোনি ও কোহলি ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসাবে তিনবার করে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছেন। অধিনায়ক হিসেবে একবার করে বিপক্ষ দলকে হোয়াইটওয়াশ করতে পেরেছেন কপিল দেব, দিলীপ বেঙ্গসরকার, মোহাম্মদ আজহারউদ্দিন, গৌতম গম্ভীর ও অজিঙ্কা রাহানে।