অনলাইন ডেস্ক, ১১ ফেব্রুয়ারী।। ইউক্রেন নিয়ে বাল্টিক রাষ্ট্রগুলোর সঙ্গে বৈঠকের পর রাশিয়ার উদ্দ্যেশ্যে এই হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। তবে জার্মান চ্যান্সেলর এবং ফরাসি প্রেসিডেন্ট দুইজনেই জানিয়েছেন, রাশিয়া আলোচনার রাস্তা খুলতে আগ্রহী।
শুধু তা-ই নয়, রাশিয়া জানিয়েছে, তারা যুদ্ধ চায় না। জার্মানি এবং ফ্রান্স দুই দেশই জানিয়েছে এসেছে, রাশিয়া সামান্য আগ্রাসন দেখালেও তাদের কঠিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
কিন্তু এত কথার পরেও যে পূর্ব ইউরোপে উত্তেজনা প্রশমন হয়নি তা বুঝিয়ে দিল বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলি। বৃহস্পতিবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে তাদের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে হাজির ছিলেন লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়ার রাষ্ট্রপ্রধানরা।
লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিসহানিস কারিন্স চ্যান্সেলর শলৎসকে জানান, তারা চাইছেন তাদের রাষ্ট্রে ন্যাটো বাহিনী মোতায়েন করা হোক। যেভাবে পূর্ব ইউরোপের প্রান্তে ইউক্রেনকে ঘিরে রাশিয়া সেনা সাজিয়েছে তার পরিপ্রেক্ষিতেই লাটভিয়ার এই আবেদন বলে তিনি জানিয়েছেন।
তবে একই সঙ্গে কারিন্স জানিয়েছেন, সরাসরি যুদ্ধের হুমকি আছে বলে তারা এখনো মনে করছেন না। কথা শুনছে না।