অনলাইন ডেস্ক, ৭ সেপ্টেম্বর ।।তাঁর উত্তরে সন্তুষ্ট নন অফিসাররা। কোথায় থেকে যাচ্ছে ‘মিসিং লিঙ্ক’। আজও সোমবার ফের গোয়েন্দাদের জেরার মুখে সুশান্ত-মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তী। এদিকে মাদক যোগ সন্দেহে এদিন আরও একজনকে গ্রেফতার করেছেন এনসিবির আধিকারিকরা। ধৃতের নাম অনুজ কেসওয়ানি। এ নিয়ে সুশান্ত মামলায় মোট গ্রেফতার হল আট। রিয়াকেও কি গ্রেফতার করা হবে আজ, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ এনিসিবি-র দফতরে পৌঁছন রিয়া। সূত্রের খবর, আজ রিয়াকে জেরা করা হবে তাঁর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং রাঁধুনী দীপেশ সাবন্তের মুখোমুখি বসিয়ে। দেখা হবে, কথাবার্তায় কোনও অসামঞ্জস্য আছে কিনা। ড্রাগ ডিলার অনুজ কেশওয়ানির মুখোমুখি বসিয়েও রিয়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। এনসিবি সূত্রে খবর, শৌভিক, স্যামুয়েল ও দীপেশকে গ্রেফতার করার যথেষ্ট কারণ মিলেছে। কিন্তু রিয়ার বিরুদ্ধে আইনি প্রমাণ এখনও তেমন হাতে আসেনি। আজ এনসিবি পুরো আটঘাট বেঁধে নামবে।
রবিবারই রিয়া মাদক আনানোর কথা স্বীকার করে নিয়েছিলেন। সূত্রের খবর, ‘সৌভিককে দিয়ে সুশান্তর জন্য ড্রাগ আনাতাম’, এনসিবির জেরায় কবুল করেছে রিয়ার। তবে কবে সেই মাদক তিনি এনেছিলেন, তা জানাননি রিয়া। সেই কথা আজ জানতে চাইতে পারেন এনসিবি-র আধিকারিকরা।