অনলাইন ডেস্ক, ১০ ফেব্রুয়ারী।। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছিল ফাইজার-বায়োএনটেক। অনুমোদন দেওয়া হবে কি না সে বিষয়ে আলোচনা করতে আগামী ১৫ ফেব্রুয়ারি সংস্থাটির বাইরের একটি বিশেষজ্ঞ কমিটির বৈঠকে বসার কথা রয়েছে।
বৈঠকে ইতিবাচক সাড়া পাওয়া গেলে সিডিসি’র বিশেষজ্ঞরা আলোচনায় বসবেন এবং কিভাবে অল্পবয়সী শিশুদের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হবে সেটি নির্ধারণ করবেন। অর্থাৎ ওই বৈঠকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে ২ থেকে ৪ বছর বয়সী শিশুদের শরীরে টিকা প্রয়োগ শুরু হতে পারে।
অর্থাৎ চলমান ফেব্রুয়ারি মাসেই ৫ বছরের কমবয়সী শিশুদের কোভিড-১৯ টিকার আওতায় আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে দেশটির অল্পবয়সী এই শিশুদের শরীরে টিকা প্রয়োগ শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিষয়ক প্রধান সরকারি সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-র একটি নথির বরাত দিয়ে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব এলাকার শিশু করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে মূলত সেসব এলাকা আগামী ২১ ফেব্রুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
এক্ষেত্রে ৫ বছরের নিচের শিশুদের জন্য প্রতি ডোজে ৩ মাইক্রোগ্রাম টিকা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করেছে ফাইজার। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর ও এর বেশি বয়সীদের ক্ষেত্রে প্রতি ডোজে টিকার পরিমাণ ৩০ মাইক্রোগ্রাম।