অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। উত্তর প্রদেশ বিধানসভা ভোট প্রচারে বিস্ফোরক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেসের হয়ে প্রচারে তিনি ঝাঁপ মারলেন হিজাব বিতর্কে। কর্নাটকে জ্বলন্ত এই ইস্যুটি বিশ্বজুড়ে বিতর্ক তৈরি করেছে। সেই বিতর্ক টেনে এনে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কার দাবি হিজাব বা ঘোমটা মহিলারা যেমন খুশি পরবেন।
হিজাব পরে মুসলিম ছাত্রীদের শিক্ষাঙ্গনে প্রবেশ নিয়ে কর্নাটক তোলপাড়। ওই ছাত্রীদের হিজাব দেখে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া ছাত্রদের পিছনে সংঘ পরিবারের মদত রয়েছে বলেই অভিযোগ। ইস্যুটি দেশ ছাড়িয়ে বিশ্বজুড়ে আলোচিত।বিজেপি শাসিত কর্নাটকে এমন ঘটনার পর সংসদেও তোলপাড় হয়েছে। বিভিন্ন মহলের দাবি, যদি হিন্দু মহিলারা তাঁদের ধর্মীয় চিহ্ন নিয়ে শিক্ষাঙ্গনে যেতে পারেন তাহলে মুসলিমরা কেন পারবেন না?হিজাব বিতর্কে এবার বিস্ফোরক কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
তিনি টুইটে লিখেছেন, হিজাব, ঘোমটা বা জিনস বিকিনি মহিলারা যা খুশি পরতে পারেন। তাতে কারোর কিছু বলার নেই।উত্তর বিধানসভা ভোটের প্রেক্ষিতে প্রিয়াঙ্কা গান্ধীর টুইট তীব্র আলোড়ন ফেলে দিল। কংগ্রেসের প্রচারে এই টু়ইট হাতিয়ার হচ্ছে।হিজাব প্রসঙ্গ টেনে টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, মহিলাদের উতপীড়ন করা বন্ধ হোক। রাজনৈতিক মহলের আলোচনা, কেন্দ্রের মোদী সরকার ও উত্তর প্রদেশের বিজেপি সরকারকে আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা।আসন্ন উত্তর প্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়ার ভোটে কংগ্রেসের অগ্নিপরীক্ষা। ভোটে মহিলাদের বিশেষ প্রাধান্য দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশে সংখ্যালঘু পরিবারগুলির ভোট টানতে মরিয়া কংগ্রেস।