অনলাইন ডেস্ক, ৯ ফেব্রুয়ারী।। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিন টেস্ট, তিন ওয়ানডে সিরিজ ও একটি টি-টোয়েন্টি খেলবে অজিরা। ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। নতুন শতকে যা প্রথম। এই সফরের জন্য অস্ট্রেলিয়া আগে স্কোয়াড ঘোষণা করেছে। এবার শান মাসুদকে ফিরিয়ে দল ঘোষণা করল পাকিস্তান। সাদা বলে ভালো খেলার পুরস্কার হিসেবে ডাক পেয়েছেন হারিস রউফ।
গত বছর দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অফ-স্পিনার বিলাল আসিফের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু এখনো সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়নি রউফের। অন্যদিকে আবিদ আলীর পরিবর্তে মাসুদকে ফিরিয়েছে পাকিস্তান। এছাড়া পিসিবি সাবেক স্পিনার সাকলাইন মুস্তাককে আরও ১২ মাসের জন্য প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে। একই সময়ের জন্য অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইটকে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইউসূফ। পাকিস্তানের বোলিং সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ৪ মার্চ, রাওয়ালপিন্ডিতে।
অস্ট্রেলিয়া টেস্টের জন্য পাকিস্তানের দল ঘোষণা: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নওমান আলী, সাজিদ খান, সৌদ শাকিল, শাহীন আফ্রিদি, শান মাসুদ জাহিদ মাহমুদ।
রিজার্ভ: কামরান গুলান, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ।